ঘিওর বাঁশ-বেত ক্লাস্টার, মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অবস্থিত এ ক্লাস্টারটিতে বাঁশ ও বেতের কোক বাস্কেট, স্কয়ার ট্রে, রাউন্ড ট্রে, ফ্রুটকাপ, ওভাল ট্রে, ডিম বাস্কেট, ফুলঝুড়ি, সিলিন্ডার, হাফ সিলিন্ডার, চালুনী, কুলা, ডালি, মোড়া প্রভৃতি তৈরি করা হয়। এলাকাটির ৭০ পরিবারের প্রায় ২৫০ জন সদস্য এ কাজের সাথে জড়িত।