হাজারীবাগ ট্যানারি পল্লীতে গড়ে উঠছে চামড়াজাত পণ্যের নতুন ক্লাস্টার। হাজারীবাগ হতে ট্যানারি শিল্প সাভারে সরিয়ে নেয়ার পর ক্লাস্টারটিতে চামড়া থেকে তৈরি জুতা, বেল্ট, মানিব্যাগ, জ্যাকেট, অফিসিয়াল ব্যাগসহ নানা ধরনের পণ্য উৎপাদন করা হয়। বর্তমানে ক্লাস্টারটিতে প্রায় ৩৫০-৪০০ দোকান, শোরুম ও ছোট ছোট চামড়াজাত পণ্যের কারখানা রয়েছে। হাজারীবাগ ট্যানারি মোড় থেকে ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি পর্যন্ত, হাজারীবাগ বাজার, ধানমন্ডি ১৫ নম্বর বাসস্ট্যান্ড গলিসহ বিভিন্ন স্থানে গড়ে ওঠেছে এসব পণ্যের বাণিজ্যিক প্রতিষ্ঠান। ঢাকার কেন্দ্রবিন্দুতে অবস্থান হওয়াতে ক্লাস্টারটিতে রয়েছে যোগাযোগের উন্নত ব্যবস্থা। ঢাকার যে কোন প্রান্ত থেকে সরাসরি বাস, গাড়ি, সিএনজি, রিকশা করে ক্লাস্টারটিতে যাতায়াত করা যায়।