জামালপুর নকশি ক্লাস্টার
ক্লাস্টার সম্পর্কিত তথ্য
জামালপুর নকশি ক্লাস্টারের সূত্রাপাত হয় ১৯৯০ পরবর্তী সময়ে। যমুনার বিস্তীর্ন চরাঞ্চলের দরিদ্র নারীদের সহজলভ্য শ্রম ও সেলাই কৌশলের বদৌলতে এর দ্রুত সম্প্রসারণ ঘটেছে। এখানে নকশিকাঁথা ছাড়াও হস্তশিল্পের বিভিন্ন পণ্য তৈরি হয়।
এখানে উৎপাদিত প্রধান পণ্যসমূহ হল- নকশি কাঁথা, পাঞ্জাবী, ফতুয়া, শাড়ী, থ্রি-পিস, টু-পিস, ওড়না, ফ্রক, নকশী কাঁথা, চাঁদর, কাপড়ের জায়নামাজ, ওয়ালম্যাট, কুশন, কুশন কভার, মশারী কাভার, পার্স, সাইড ব্যাগ, মোবাইল ব্যাগ, ট্রাভেল ব্যাগ ইত্যাদি।
এখানকার উদ্যোক্তারা সাভার, গাজীপুর ও নারায়নগঞ্জের বিভিন্ন টেক্সটাইল মিলস থেকেই মূলত কাপড় ক্রয় করে থাকে। কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে সুতি, বয়েল, পপলিন, লিলেন, সিল্ক ও জুটসহ নানা রকম থানকাপড়, সুতা, চুমকী, পুঁতি রং, লবন, বোতাম, জিপার, লেইস, ফোম, পেস্টিং ও ফাইবার বোর্ড ইত্যাদি।
মোটর চালিত প্লেইন সেলাই মেশিন, ওভারলক সেলাই মেশিন ও ফ্ল্যাট লক সেলাই মেশিন, পা-চালিত সেলাই মেশিন, এম্ব্রোয়ডারী মেশিন, ইলেক্ট্রিক আয়রনিং মেশিন, ব্লক, বাটিক ডাইস, সুই, কাঁচি, সাধারণ টেইলরিং টুলস ইত্যাদি যন্ত্রপাতি ব্যবহার হয়ে থাকে। নিজস্ব শো-রুম ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেই উদ্যোক্তারা পণ্যের বিক্রয় ও নতুন অর্ডার পেয়ে থাকেন। এছাড়া ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা জামালপুরের নকশি ক্লাস্টার পণ্যের বড় বাজার। ২০১৫ সাল হতে এসএমই ফাউন্ডেশন এই ক্লাস্টারে কাজ শুরু করে। ফাউন্ডেশন এখানে ব্যবসা সম্প্রসারণ, বাজারজাতকরণ, হিসাবরক্ষণ, ব্লক-বাটিক, সেলাই পদ্ধতি ও ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও দেশে বিদেশে পণ্য বাজারজাতে সহায়তা করে আসছে।
ABOUT CLUSTER
The origin of the Jamalpur Nakshi Kantha Cluster dates back to the post-1990 period. Due to the easily available labor and sewing skills of the impoverished women in the vast riverine region of the Jamuna, its rapid expansion has occurred. Apart from Nakshi Kantha, various handmade products are also made here. The main products produced here include Nakshi Kantha, Punjabi, Fotua, Saree, three-piece set, two-piece set, Orna, Frocks, Nakshi Kantha, Bedspread, Prayer mats, Wall mats, Cushions, Cushion covers, Mosquito nets, Purses, Side bags, Mobile bags, Travel bags, etc. Entrepreneurs here mainly procure fabrics from various textile mills in Savar, Gazipur, and Narayanganj. As raw materials, threads, needles, poplin, linen, silk, and jute are used, along with various types of fabrics, threads, buttons, dyes, salt, batten, zipper, lace, foam, pasting, and fiberboards. Motorized plain sewing machines, overlock sewing machines, flat lock sewing machines, pedal-operated sewing machines, embroidery machines, electric ironing machines, blocks, batik dyes, needles, pins, general tailoring tools, etc., are used as machinery. Entrepreneurs sell products and receive new orders through their own showrooms and personal contacts. Additionally, the Jamalpur Nakshi Kantha Cluster serves as a significant market for products in various areas of the country, including Dhaka and Chittagong. Since 2015, SME Foundation has been working in this cluster. The foundation provides training on business expansion, marketization, accounting, block-batik, sewing techniques, and design, as well as assistance in domestic and international product marketing.
ক্লাস্টার ডকুমেন্টারি
"ওয়েবসাইটটি আর্থিক লেনদেনের জন্য নয়। ক্রেতা-বিক্রেতা সংযোগ স্থাপন ও পণ্য প্রদর্শনীই মুখ্য উদ্দেশ্য"
পণ্য সামগ্রী
প্রতিষ্ঠানের তালিকা
Total stores showing: 21
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.