Let's Chat

জামালপুর নকশি ক্লাস্টার

ক্লাস্টার সম্পর্কিত তথ্য

জামালপুর নকশি ক্লাস্টারের সূত্রাপাত হয় ১৯৯০ পরবর্তী সময়ে। যমুনার বিস্তীর্ন চরাঞ্চলের দরিদ্র নারীদের সহজলভ্য শ্রম ও সেলাই কৌশলের বদৌলতে এর দ্রুত সম্প্রসারণ ঘটেছে। এখানে নকশিকাঁথা ছাড়াও হস্তশিল্পের বিভিন্ন পণ্য তৈরি হয়।
এখানে উৎপাদিত প্রধান পণ্যসমূহ হল- নকশি কাঁথা, পাঞ্জাবী, ফতুয়া, শাড়ী, থ্রি-পিস, টু-পিস, ওড়না, ফ্রক, নকশী কাঁথা, চাঁদর, কাপড়ের জায়নামাজ, ওয়ালম্যাট, কুশন, কুশন কভার, মশারী কাভার, পার্স, সাইড ব্যাগ, মোবাইল ব্যাগ, ট্রাভেল ব্যাগ ইত্যাদি।
এখানকার উদ্যোক্তারা সাভার, গাজীপুর ও নারায়নগঞ্জের বিভিন্ন টেক্সটাইল মিলস থেকেই মূলত কাপড় ক্রয় করে থাকে। কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে সুতি, বয়েল, পপলিন, লিলেন, সিল্ক ও জুটসহ নানা রকম থানকাপড়, সুতা, চুমকী, পুঁতি রং, লবন, বোতাম, জিপার, লেইস, ফোম, পেস্টিং ও ফাইবার বোর্ড ইত্যাদি।


মোটর চালিত প্লেইন সেলাই মেশিন, ওভারলক সেলাই মেশিন ও ফ্ল্যাট লক সেলাই মেশিন, পা-চালিত সেলাই মেশিন, এম্ব্রোয়ডারী মেশিন, ইলেক্ট্রিক আয়রনিং মেশিন, ব্লক, বাটিক ডাইস, সুই, কাঁচি, সাধারণ টেইলরিং টুলস ইত্যাদি যন্ত্রপাতি ব্যবহার হয়ে থাকে। নিজস্ব শো-রুম ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেই উদ্যোক্তারা পণ্যের বিক্রয় ও নতুন অর্ডার পেয়ে থাকেন। এছাড়া ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা জামালপুরের নকশি ক্লাস্টার পণ্যের বড় বাজার। ২০১৫ সাল হতে এসএমই ফাউন্ডেশন এই ক্লাস্টারে কাজ শুরু করে। ফাউন্ডেশন এখানে ব্যবসা সম্প্রসারণ, বাজারজাতকরণ, হিসাবরক্ষণ, ব্লক-বাটিক, সেলাই পদ্ধতি ও ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও দেশে বিদেশে পণ্য বাজারজাতে সহায়তা করে আসছে।

ক্লাস্টার ডকুমেন্টারি

"ওয়েবসাইটটি আর্থিক লেনদেনের জন্য নয়। ক্রেতা-বিক্রেতা সংযোগ স্থাপন ও পণ্য প্রদর্শনীই মুখ্য উদ্দেশ্য"

পণ্য সামগ্রী

প্রতিষ্ঠানের তালিকা

Total stores showing: 21

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.