Let's Chat
Vakurta Artificial Jewelry Industry Cluster has been producing artificial jewelry for almost 20 years.

ক্লাস্টারটি সম্পর্কে

ভাকুর্তা আর্টিফিশিয়াল জুয়েলারী শিল্প ক্লাস্টারটিতে প্রায় ২০ বছর ধরে আর্টিফিশিয়াল জুয়েলারী তৈরি করা হয়। সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে ‘আর্টিফিশিয়াল জুয়েলারী শিল্প’ ক্লাস্টারটি ভাকুর্তা, উত্তরপাড়া, বটতলা, হিন্দু ভাকুর্তা, মোগরাকান্দা গ্রামজুড়ে অবস্থিত। ক্লাস্টারটিতে উদ্যোক্তা সংখ্যা প্রায় ৩০০ জন এবং উক্ত ক্লাস্টারে সাথে প্রায় ১৫০০০ নারী, পুরুষ জুয়েলারী শিল্পের সাথে যুক্ত রয়েছে যেখানে নারী কর্মীর সংখ্যা প্রায় ৩০ শতাংশ।

ক্লাস্টারটিতে বাহারি ডিজাইনের বিভিন্ন কৃত্রিম গহনা (আর্টিফিশিয়াল জুয়েলারি) প্রস্তুত করা হয় তন্মধ্যে পুষ্পহার, সীতাহার, চন্দ্রহার, চম্পাকলি, মোহনমালা, সিঁথির ঝাপা, কানপাশা, ঝুমকা, নবরত্ন ও চক্রবালি, নাকের বেশর নথ, মান্তাশা, রত্নচূড়া, কোমরের বিছা, ঝাঝুরা পায়েল, তোড়া প্রভৃতি প্রধান। আর্টিফিশিয়াল জুয়েলারী তৈরী করতে উক্ত ক্লাস্টারে প্রধানত পিতল, তামা, রূপা, গোল্ড পাউডার, ডাইস, মোল্ড, বিভিন্ন ধরনের পাথর, কেমিক্যাল ইত্যাদি ববহার করা হয়।

গহনা তৈরীর অধিকাংশ কাঁচামাল- ডাইস, মোল্ড, সোল্ডার, গহনার অংশ, রং, কেমিক্যাল ইত্যাদি প্রধানত ভারত, চায়না থেকে আমদানী করা হয়। রাজধানী ঢাকার গা ঘেঁষে মোহাম্মদপুর, আদাবর বেড়িবাঁধ ও তুরাগ নদী পেরিয়েই ক্লাস্টারটির অবস্থান। ঢাকা থেকে সাভারগামী যেকোনো বাসে করে আমিনবাজার নেমে বাস, আটো, সিএনজি দিয়ে সহজেই ক্লাস্টারটিতে আসা-যাওয়া করা যায়।

ক্লাস্টারটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এসে গহণা ক্রয় করে দেশের অন্যত্র বাজারজাত করে। নিউমার্কেট, চাঁদনী চক, গাউছিয়াসহ রাজধানীর প্রায় সব বিপণিবিতানে এ ক্লাস্টারের পণ্য সরবরাহ করা হয়ে থাকে। এছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর, খুলনা, বগুড়াসহ উত্তরাঞ্চল এই ক্লাস্টারের গহনার বৃহত্তর বাজার। পাশাপাশি ক্লাস্টারের কিছু উদ্যোক্তা নিজ উদ্যোগে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানী করে থাকেন।

সম্প্রতি এসএমই ফাউন্ডেশন ভাকুর্তা আর্টিফিশিয়াল জুয়েলারি শিল্প ক্লাস্টার পরিদর্শনপূর্বক উন্নয়ন চাহিদা নিরূপণ করে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও পণ্যের গুণগত মানোন্নয়নে নানাবিধ কর্মসূচী গ্রহণ করে যাচ্ছে। ফাউন্ডেশনের উদ্যোগে ক্লাস্টারের উদ্যোক্তারা জাতীয় এসএমই পণ্যমেলা, হ্যারিটেজ এন্ড হ্যান্ডলুম ফেস্টিভালে অংশগ্রহণ করেন। মেলায় ক্লাস্টারের পণ্যের আশাব্যঞ্জক বিক্রির পাশাপাশি দর্শক এবং দেশের ও বিদেশের ক্রেতাশ্রেণীর বিশেষ দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। বর্তমানে ক্লাস্টারটির জন্য একটি ওয়েবসাইট তৈরি করে দেয়া হয়েছে যা দেশে বিদেশে পণ্যের বাজার সম্প্রসারণে সম্পূরক ভূমিকা পালন করবে।

ক্লাস্টার ডকুমেন্টরি

"ওয়েবসাইটটি লেনদেনের জন্য নয়। ক্রেতা-বিক্রেতা সংযোগ স্থাপন ও পণ্য প্রদর্শনীই মুখ্য উদ্দেশ্য"

পণ্য সামগ্রী

 

উদ্যোক্তাগণ

Total stores showing: 21