Let's Chat

ভাকুর্তা আর্টিফিশিয়াল জুয়েলারি শিল্প ক্লাস্টার, সাভার

রাজধানী ঢাকার গা ঘেঁষে তুরাগ নদী পেরিয়েই অবস্থিত ভাকুর্তা জুয়েলারি ক্লাস্টারে বাহারি ডিজাইনের বিভিন্ন কৃত্রিম গহনা (আর্টিফিশিয়াল জুয়েলারি) প্র¯‘ত করা হয় তন্মধ্যে পুষ্পহার, সীতাহার, চন্দ্রহার, চম্পাকলি, মোহনমালা, সিঁথির ঝাপা, কানপাশা, ঝুমকা, নবরতœ ও চক্রবালি, নাকের বেশর নথ, মান্তাশা, রতœচূড়া, কোমরের বিছা, ঝাঝুরা পায়েল, তোড়া প্রভৃতি উল্লেখযোগ্য। ক্লাস্টারটিতে উদ্যোক্তা সংখ্যা প্রায় ৩০০ জন এবং ক্লাস্টারটিতে প্রায় ১৫০০০ নারী, পুরুষ যুক্ত রয়েছে যেখানে নারী কর্মীর সংখ্যা প্রায় ৩০ শতাংশ।