Let's Chat

জামালপুর নকশি ক্লাস্টার, জামালপুর

জামালপুর নকশি ক্লাস্টারের সূত্রাপাত হয় ১৯৯০ পরবর্তী সময়ে। যমুনার বিস্তীর্ন চরাঞ্চলের দরিদ্র নারীদের সহজলভ্য শ্রম ও সেলাই কৌশলের বদৌলতে এর দ্রুত সম্প্রসারণ ঘটেছে। এখানে নকশিকাঁথা ছাড়াও হস্তশিল্পের বিভিন্ন পণ্য তৈরি হয়।
এখানে উৎপাদিত প্রধান পণ্যসমূহ হল- নকশি কাঁথা, পাঞ্জাবী, ফতুয়া, শাড়ী, থ্রি-পিস, টু-পিস, ওড়না, ফ্রক, নকশী কাঁথা, চাঁদর, কাপড়ের জায়নামাজ, ওয়ালম্যাট, কুশন, কুশন কভার, মশারী কাভার, পার্স, সাইড ব্যাগ, মোবাইল ব্যাগ, ট্রাভেল ব্যাগ ইত্যাদি।